বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি?

A ১৯৮০-১৯৮৫

B ১৯৯৭-২০০২

C ১৯৭৩-১৯৭৮

D ১৯৯০-১৯৯৫

Solution

Correct Answer: Option C

» সরকারের কোন বিভাগ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে— পরিকল্পনা কমিশন
» উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক দেশ- সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)।
» উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক- রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্ট্যালিন (১৯২১ সালে)
» প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদকাল- ১৯৭৩-১৯৭৮ সাল পর্যন্ত।
» PRSP- এর পূর্ণরূপ কি- Poverty Reducation Strategy Papers.
» বাংলাদেশ এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে- ৮টি।
প্রথম : ১৯৭৩-৭৮
দ্বিতীয় : ১৯৮০-৮৫
তৃতীয় : ১৯৮৫-৯০
চতুর্থ : ১৯৯০-৯৫
পঞ্চম : ১৯৯৭-২০০২ 
ষষ্ঠ : ২০১১-২০১৫
সপ্তম : ২০১৬-২০২০
অষ্টম : ২০২১-২০২৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions