ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত - উক্তিটি কার?
Solution
Correct Answer: Option D
সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩) বিংশ শতাব্দীর অন্যতম ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার । তার রচিত বিখ্যাত পঙ্ক্তি- 'প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা' বা 'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত' ।