Solution
Correct Answer: Option A
১৮২১ সালে অন্ধদের জন্য লিখনরঈতির উদ্ভাবন করেন ফ্রান্সের লুইস ব্রেইল । তিন বছর বয়সে অন্ধ হয়ে যাবার পর বিশ বছর বয়সে তিনি অন্যান্য অন্ধ ব্যক্তিদেরকে শিক্ষা দিতে অগ্রসর হন । এরপর এক বছরের মধ্যে অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও কল্যাণার্থে তিনি ব্রেইন পদ্ধতি ( লিখন পদ্ধতি ) আবিষ্কার করেন । আঙ্গুলের স্পর্শের সাহায্যে গঠনযোগ্য এ লিখন পদ্ধতিতে ৬টি উঁচু বিন্দুকে বিভিন্নভাবে সাজিয়ে অক্ষর বা সংখ্যা লেখা হয় ।