ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
A ওয়াটার লু নামক স্থানে
B দ্বীপ এনাবার্তে
C ভার্সাাই নগরীতে
D সেন্ট হেলেনা দ্বীপে
Solution
Correct Answer: Option D
নেপোলিয়ান কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। ১৮১৫ সালের জুন মাসে বিখ্যাত ওয়াটার’লু যুদ্ধে ব্রিটেনের কাছে পরাজিত হন নেপোলিয়ান। তাকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয়। নির্বাসিত অবস্থায় ছয় বছর পর ১৮২১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এই বীর সেনাপতি।