‘সুপার ব্ল-ব্লাড মুন’ সর্বশেষ কোন সালে দেখা গিয়েছিল?

A ১৮৬৬

B ১৯৬৬

C ১৯৯৬

D ২০১৮

Solution

Correct Answer: Option D

সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ছুঁয়ে খানিকটা চাঁদে যায়, সেই আলো আবার পৃথিবীতে আসার পথে অন্যসব রঙটি এসে আমাদের চোখে পৌছায় । এ কারণে চাঁদকে অনেকটা রক্তিম দেখায়, সে কারণে এটিকে বলা হয় ব্লাড ব্লু মুন । বিজ্ঞানীরা একে বলেছেন 'সুপার ব্লাড ব্লু মুন' সর্বশেষ ২০১৮ এর আগে এরকম 'সুপার ব্লাড ব্লু মুন' দেখা গিয়েছিল ১৯৬৬ সালের ৩১ মার্চ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions