Solution
Correct Answer: Option A
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু কবিতাই নয়- গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনায়ও ছিলেন সিদ্ধহস্ত।
- তার রচিত ৩টি উপন্যাস হলো- ‘বাঁধনহারা’ (১৯২৭), ‘মৃত্যুক্ষুধা’ (১৯৩০) এবং ‘কুহেলিকা’ (১৯৩১)।
- প্রশ্নে উল্লিখিত ‘আলেয়া’ (১৯৩১), ‘ঝিলিমিলি’ (১৯৩০) ও ‘মধুমালা’ (১৯৫৯) তার রচিত নাটক।