উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-

A অব্যয় ও শব্দাংশ

B নতুন শব্দ গঠনে

C উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে

D ভিন্ন অর্থ প্রকাশে

Solution

Correct Answer: Option C

- উপসর্গ হলো কিছু অর্থহীন শব্দাংশ, যেগুলি অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে।
- এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা।
- উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে।
- উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়।

- প্রকৃতির শেষে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের প্রত্যয় বলে।
- যেমন—চল+অন্ত = চলন্ত, ঢাকা+আই = ঢাকাই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions