'ব্রেটন উডস ইনস্টিটিউট' নিচের কোন সংস্থাকে বোঝায়?

A আইএমএফ

B জাতিসংঘ

C এডিবি

D আইডিবি

Solution

Correct Answer: Option A

IMF
- IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.
- এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
- এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।
- প্রথম ঋণ প্রদান করে ৮ মে, ১৯৪৭।
- নিয়ন্ত্রক সংস্থা ECOSOC.
- এর দাপ্তরিক ভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।
- সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য ১৯১টি। ১৯১ তম সদস্য দেশ – লিচেনস্টাইন (Liechtenstein)। (২১ অক্টোবর, ২০২৪)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

প্রাথমিক লক্ষ্য:
- আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা।
- মুদ্রা বিনিময় হার নির্ধারণে সহায়তা করা।
- আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা।

বর্তমান কার্যক্রম:
- আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সহায়তা করা।
- আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা।
- টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন করা।
- সদস্যদের বাণিজ্য ঘাটতি দূরীকরণে সম্পদ ও পুঁজি (resources) ব্যবহারে পরামর্শ দান করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions