Solution
Correct Answer: Option B
- সুবোধ ঘোষ রচিত ছোটগল্প 'অযান্ত্রিক'।
- জগদ্দল নামে জড় পদার্থ (ট্যাক্সি) এর সাথে মানুষের (বিমল) অপূর্ব সম্পকই এ গল্পের মূল প্রতিপাদ্য।
- গল্পটিকে চলচ্চিত্রে রূপদান করেন ঋত্বিক ঘটক।
তাঁর রচিত অন্যান্য ছোটগল্প:
- 'ফসিল',
- 'জতুগৃহ',
- 'ভারত প্রেমকথা',
- 'থির বিজুরি' প্রভৃতি।