কোনটি রাজনৈতিক উপন্যাস?

A জাগরী

B আরণ্যক

C মালঞ্চ

D যমপুরান

Solution

Correct Answer: Option A

- সতীনাথ ভাদুড়ী কর্তৃক ভারত ছাড় (১৯৪২) আন্দোলনের পটভূমিতে রচিত রাজনৈতিক উপন্যাস 'জাগরী' (১৯৪৫)।
- এ উপন্যাসে ভারতের স্বাধীনতা আন্দোলনে সাধারণ বাঙালি জনগণের সম্পৃক্ততার কথা তুলে ধরা হয়েছে।
- ঔপন্যাসিক নিজে ১৯৪২-৪৪ সালে রাজনৈতিক বন্দি হিসেবে ভাগলপুর জেলে আটক ছিলেন।
- সমসাময়িক ভারতীয় রাজনীতি ও ভারত ছাড় আন্দোলনের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে তা তিনি এ উপন্যাসে সঞ্চারিত করেছেন।

- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'আরণ্যক' (১৯৩৮)। এ উপন্যাসে প্রাধান্য পেয়েছে অরণ্যাচারী মানুষের জীবন।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পরকীয়া বিষয়ক বিয়োগান্তক উপন্যাস 'মালঞ্চ' (১৯৩৪)।
- সায়ন্তনী পুততুণ্ড রচিত উপন্যাস 'যমপুরাণ'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions