দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬। এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুইটির যোগফল কত?
Solution
Correct Answer: Option C
ধরি সংখ্যা দুটি x ও y
প্রশ্নানুসারে,
x - y = ৬
প্রশ্নমতে,
x2 - y2 = ১০৮
বা, (x - y) (x + y) = ১০৮
বা, ৬ (x + y) = ১০৮
বা, x + y = ১৮
সংখ্যা দুটির সমষ্টি ১৮