3 ইনপুট বিশিষ্ট NAND গেট এর একটি ইনপুট 0 হলে আউটপুট কত?

B 3

C 1

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

NAND গেটের বৈশিষ্ট্য:
- NAND হল AND গেটের বিপরীত
- সব ইনপুট 1 হলে আউটপুট 0 হয়
- যেকোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 1 হয়

এখানে যেহেতু:
- 3টি ইনপুটের মধ্যে একটি 0
- অন্য দুটি যে কোন মান (0 বা 1) হতে পারে
- AND অপারেশনে যেকোনো একটি 0 থাকলে রেজাল্ট 0 হয়
- NAND হল AND এর বিপরীত

তাই, 
- AND অপারেশনের রেজাল্ট = 0
- NAND = NOT of AND = NOT(0) = 1

সুতরাং, আউটপুট হবে 1
কারণ NAND গেটে যেকোনো একটি ইনপুট 0 হলেই আউটপুট 1 হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions