নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?

A দুর্নীতি দমন কমিশন

B পাবলিক সার্ভিস কমিশন

C নির্বাচন কমিশন

D মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

Solution

Correct Answer: Option A

- যে সব প্রতিষ্ঠান সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক প্রতিষ্ঠিত ও পরিচালিত, তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
- আর এ প্রতিষ্ঠানের পদগুলো সাংবিধানিক পদ নামে অভিহিত।
সাংবিধানিক পদগুলো হলো:
- কমিশনার (বাংলাদেশ নির্বাচন কমিশন),
- চেয়ারম্যান (বাংলাদেশ সরকারি কর্মকমিশন),
- অ্যাটর্নি জেনারেল (অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়),
- জাতীয় সংসদ সচিবালয়,
- কম্পট্রোলার ও অডিটর জেনারেল (মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়)।

এ ছাড়া আরোও কিছু সাংবিধানিক পদ হলো-
- রাষ্ট্রপতি,
- প্রধানমন্ত্রী,
- মন্ত্রীগণ,
- স্পীকার,
- সংসদ সদস্য ও
- বিচারপতি।

- দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন নিরপেক্ষ ও স্বশাসিত সংস্থা।
- ২০০৪ সালে ৯ মে এটি প্রতিষ্ঠিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions