Solution
Correct Answer: Option B
- ১৮৪১ সালে প্রথম আফিম যুদ্ধের পর ব্রিটেন হংকং দখল করে নেয়।
- এর পর ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের অধিকারে আসে।
- সেই ১৮৪২ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৫৫ বছর হংকং ব্রিটিশ উপনিবেশ ছিল।
- ১৯৯৭ সালের ১ জুলাই হংকং চীনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি লাভ করে।
- তখন থেকেই চীনের অভিনব 'এক দেশ, দুই নীতি' ব্যবস্থা কার্যকর হয়।
- যার মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত।
- সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার চীনে, পুঁজিবাদী হংকং অন্তর্ভুক্ত হয়ে তাদের অতীত ঐতিহ্য অব্যাহত রাখে।
- এই নতুন ব্যবস্থায় চীনের চূড়ান্ত কর্তৃত্ব থাকলেও হংকংকে বহুলাংশে এককভাবে চলার ক্ষমতা দেওয়া হয়।
- 'এক দেশ, দুই নীতি' ব্যবস্থার অধীনে হংকং এর নিজস্ব বাণিজ্যিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশেষত্ব বজায় থাকে কিন্তু চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা চীনের হাতে ন্যাস্ত।