হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে?

A ১৯৯৬

B ১৯৯৭

C ১৯৯৮

D ১৯৯৯

Solution

Correct Answer: Option B

- ১৮৪১ সালে প্রথম আফিম যুদ্ধের পর ব্রিটেন হংকং দখল করে নেয়।
- এর পর ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের অধিকারে আসে।
- সেই ১৮৪২ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৫৫ বছর হংকং ব্রিটিশ উপনিবেশ ছিল।
- ১৯৯৭ সালের ১ জুলাই হংকং চীনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি লাভ করে
- তখন থেকেই চীনের অভিনব 'এক দেশ, দুই নীতি' ব্যবস্থা কার্যকর হয়।
- যার মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত।

- সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার চীনে, পুঁজিবাদী হংকং অন্তর্ভুক্ত হয়ে তাদের অতীত ঐতিহ্য অব্যাহত রাখে।
- এই নতুন ব্যবস্থায় চীনের চূড়ান্ত কর্তৃত্ব থাকলেও হংকংকে বহুলাংশে এককভাবে চলার ক্ষমতা দেওয়া হয়।
- 'এক দেশ, দুই নীতি' ব্যবস্থার অধীনে হংকং এর নিজস্ব বাণিজ্যিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশেষত্ব বজায় থাকে কিন্তু চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা চীনের হাতে ন্যাস্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions