Solution
Correct Answer: Option A
আমরা জানি, সরল মুনাফার সূত্র হলো:
মুনাফা (I) = আসল (P) × মুনাফার হার (r) × সময় (n)
অর্থাৎ, I = Pnr
এখানে,
আসল (P) = ১,০০০ টাকা
মুনাফার হার (r) = ৬% = ৬/১০০
সময় (n) = ৯ মাস = ৯/১২ বছর (যেহেতু হার বার্ষিক, তাই সময়কে বছরে রূপান্তর করতে হবে)
= ৩/৪ বছর
এখন, মানগুলো সূত্রে বসিয়ে পাই:
মুনাফা = ১,০০০ × (৬/১০০) × (৯/১২)
= ১,০০০ × (৬/১০০) × (৩/৪)
= (১০০০ × ৬ × ৩) / (১০০ × ৪)
= (১০ × ৬ × ৩) / ৪
= ১৮০ / ৪
= ৪৫ টাকা
সুতরাং, সুদ হবে ৪৫ টাকা।