একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গএকক?

A (√3/2)a²

B (3/2)a²

C a²/√3

D (√3/4)a²

Solution

Correct Answer: Option D

সমবাহু ত্রিভুজ হলো এমন একটি ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান।

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো:
ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহুর দৈর্ঘ্য)²

এখানে, বাহুর দৈর্ঘ্য = a একক।
সুতরাং, ক্ষেত্রফল = (√৩/৪) × a² বর্গএকক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions