একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গএকক?
Solution
Correct Answer: Option D
সমবাহু ত্রিভুজ হলো এমন একটি ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো:
ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহুর দৈর্ঘ্য)²
এখানে, বাহুর দৈর্ঘ্য = a একক।
সুতরাং, ক্ষেত্রফল = (√৩/৪) × a² বর্গএকক।