৭:৫ এবং ৮:৯ দুইটি অনুপাত হলে, এদের ধারাবাহিক অনুপাত -
A ৫৬ : ৪০ : ৭২
B ৫৬ : ৪০ : ৫৪
C ৫৬ : ৪০ : ৬৩
D ৫৬ : ৪০ : ৪৫
Solution
Correct Answer: Option D
৭ : ৫ এবং ৮ : ৯ দুইটি অনুপাত, এদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা হলোঃ
৭ : ৫ = (৭ × ৮) : (৫ × ৮) = ৫৬ : ৪০
৮ : ৯ = (৮ × ৫) : (৯ × ৫) = ৪০ : ৪৫
অনুপাত দুইটির ধারাবাহিক অনুপাত = ৫৬ : ৪০ : ৪৫