Solution
Correct Answer: Option A
- একটি সম্পূর্ণ বাক্যের (Sentence) প্রধান অংশ দুইটি।
- একটি হলো Subject (উদ্দেশ্য) এবং অন্যটি হলো Predicate (বিধেয়)।
- বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে Subject বা উদ্দেশ্য বলা হয়।
- এবং Subject বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, তাকে Predicate বা বিধেয় বলা হয়।