'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের কবি কে?

A শামসুর রহমান

B হাসান হাফিজুর রহমান

C রফিক আজাদ

D আল মাহমুদ

Solution

Correct Answer: Option A

মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে । এ কাব্যের উল্লেখযোগ্য কবিতাঃ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, মধুস্মৃতি, স্বাধীনতা তুমি, রক্তাক্ত প্রান্তরে । আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম), যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান) ও আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান) । অন্যদিকে নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয়যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা যথাক্রমে শওকত ওসমান, সৈয়দ শাসুল হক ও হারুন হাবীব ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions