Solution
Correct Answer: Option B
- ন্যানোমিটার হলো মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একটি একক, যা হলো এক মিটারের একশো কোটি ভাগের এক ভাগের সমান (১০−৯ মি.) বা এক মিলিমিটারের এক মিলিয়ন ভাগের এক ভাগ।
- যে যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হায় তাকে ফ্যাদোমিটার বলে। এটা খুবই সহজ পদ্ধতি কাজ করে। পানির গভীরতা মাপার যান্ত্রিক সরঞ্জাম ফ্যাদোমিটার । এ যন্ত্রের কার্যকারিতা শব্দের প্রতিধ্বনির ওপর নির্ভশীল ।
- অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র।