ঐতিহাসিক 'পানাম নগর' কোথায় অবস্থিত?

A সোনারগাঁও এ

B ময়নামতিতে

C মহাস্থানগড়ে

D বৌদ্ধ বিহারে

Solution

Correct Answer: Option A

-পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশীদের কাছে 'হারানো নগরী ' হিসাবে সুপরিচিত ।
-ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত ।
-১৫ শ শতকে ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন ।
-সোনারগাঁয়ের প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠে এই নগরী

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions