Solution
Correct Answer: Option C
- যে Noun দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝানো হয়, তাকে Common Gender বা উভয়লিঙ্গ বলে।
- এখানে 'Boy' (বালক) এবং 'Man' (পুরুষ) হলো পুংলিঙ্গ বা Masculine Gender।
- 'Girl' (বালিকা) শব্দটি হলো স্ত্রীলিঙ্গ বা Feminine Gender।
- কিন্তু 'Baby' (শিশু) শব্দটি দ্বারা ছেলে শিশু বা মেয়ে শিশু উভয়কেই বোঝানো যায়, তাই এটি Common Gender।