Solution
Correct Answer: Option C
- যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদের তদ্ভব শব্দ বলে।
- 'ভিটা' শব্দটি সংস্কৃত শব্দ 'গৃহ' থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে এসেছে।
- সুতরাং, 'ভিটা' একটি তদ্ভব শব্দ।
- বাকি বিকল্প 'অলাবু', 'নদী' এবং 'ফল' হলো তৎসম বা সংস্কৃত শব্দ, যেগুলো সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয়।