একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার। এর প্রস্থ 5 মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার?
Solution
Correct Answer: Option B
ধরি, দৈর্ঘ্য = ক
দেওয়া আছে,
প্রস্থ = ৫ মিটার
পরিসীমা = ৪০ মিটার
আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ x (দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ ৪০ = ২ x (ক + ৫)
⇒ (ক + ৫) = ২০
⇒ ক = ২০ - ৫
⇒ ক = ১৫
সুতরাং, দৈর্ঘ্য ১৫ মিটার