ফেসবুক এর জনক কে?

A বিল গেটস

B মার্ক জাকার বার্গ

C মার্ক টোয়েন

D স্টীভ জবস

Solution

Correct Answer: Option B

⇒ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক (Facebook)-এর জনক বা প্রধান প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)।
⇒ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি তাঁর রুমমেট ও সহপাঠী এডওয়ার্ডো সাভেরিন, ডাস্টিন মস্কোভিটজ, অ্যান্ড্রু ম্যাককলাম এবং ক্রিস হিউজের সহায়তায় এটি প্রতিষ্ঠা করেন।
⇒ শুরুতে এটি কেবল হার্ভার্ডের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল এবং এর নাম ছিল 'The Facebook'। পরবর্তীতে ২০০৫ সালে এর নাম থেকে 'The' বাদ দিয়ে শুধু 'Facebook' রাখা হয়।
⇒ বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ-এর মতো জনপ্রিয় মাধ্যমগুলোর মূল প্যারেন্ট কোম্পানি বা মাদার অর্গানাইজেশনের নাম পরিবর্তন করে 'মেটা' (Meta Platforms, Inc.) রাখা হয়েছে, যার বর্তমান সিইও (CEO) হলেন মার্ক জাকারবার্গ।

⇒ অন্যান্য অপশন:
- বিল গেটস (Bill Gates) হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা,
- স্টিভ জবস (Steve Jobs) অ্যাপলের প্রতিষ্ঠাতা এবং
- মার্ক টোয়েন (Mark Twain) ছিলেন একজন বিখ্যাত আমেরিকান সাহিত্যিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions