'কান্দাহার' কোন দেশের শহর?

A কাজাকিস্তান

B ইরান

C আফগানিস্তান

D পাকিস্তান

Solution

Correct Answer: Option C

’কান্দাহার’ দক্ষিণ আফগানিস্তরের একটি শহর। এটিই কান্দাবাহার প্রদেশের রাজধানী। কান্দাহার আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। উল্লেখ্য, এ শহরটি নির্মাণ করেন মহামতি আলেকজান্ডার, কিন্তু ১৭৩৮ সালে নাদির শাহ এ শহরে আক্রমণ করে বেশ ক্ষতিসাধন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions