'পথিক তুমি পথ হারাইয়াছ ' - উক্তিটি কার?
A নবকুমার
B শ্রীকান্ত
C কপালকুণ্ডলা
D কুমুদিনী
Solution
Correct Answer: Option C
বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা। এ উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা, নায়ক নবকুমার কে উদ্দেশ্য করে বলে- 'পথিক তুমি পথ হারাইয়াছ'।