একটি দ্রব্য ৫৭ টাকায় বিক্রয় করাতে ৫% ক্ষতি হয় । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
A ৬০ টাকা
B ৬২ টাকা
C ৫৪ টাকা
D ৫২ টাকা
Solution
Correct Answer: Option A
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ১০০-৫=৯৫ টাকা
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা।
বিক্রয়মূল্য ৫৭ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫৭)/৯৫ টাকা।
= ৬০ টাকা।