বাংলাদেশের সংবিধানের কোনভাগে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে?

A ১ম ভাগে

B ৫ম ভাগে

C ৬ষ্ঠ ভাগে

D ৩য় ভাগে

Solution

Correct Answer: Option D

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত হয়েছে নাগরিকদের জন্য মৌলিক অধিকারসমূহ । যা ২৬- ৪৭ক পর্যন্ত অনুচ্ছেদের অন্তর্ভুক্ত। 
৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে "চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্ স্বাধীনতা । 
এখানে ২ টি বিষয় আছে। 
 ১- চিন্তা ও বিবেকের স্বাধীনতা, 
 ২-ক-বাক বা ভাব প্রকাশের স্বাধীনতা, খ- সংবাদপত্রের স্বাধীনতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions