'হো চি মিন' কোন দেশের নাগরিক ছিলেন?
A কম্বোডিয়া
B চীন
C থাইল্যান্ড
D ভিয়েতনাম
Solution
Correct Answer: Option D
ইন্দো-চীন উপদ্বীপের দক্ষিণ চীন সাগরে উপকূলীয় দেশ ভিয়েতনাম পূর্বে ফ্রান্সের উপনিবেশ ছিল।
-দেশটির রাজধানী হ্যানয়।
-হো-চি-মিন কে ভিয়েতনামের জাতির জনক বলা হয়।
-তার উপাধি আংকেল হো।
-তার নামে কৃত হো চি মিন সিটি ভিয়েতনামের বৃহত্তম নগরী।