৩০০ টাকায় ৪ বছরের সরল মুনাফা ও ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা মুনাফার হার কত?
A ৩.১২৫%
B ৪.৬২৫%
C ৭.২২৫%
D ৮.১২৫%
Solution
Correct Answer: Option B
যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেওয়া থাকে তখন,
সুদের হার = (মোট সুদ x ১০০)/ {(১ম মূলধন x ১ম সময়) + (২য় মূলধন x ২য় সময়)}
= (১৪৮×১০০)/{(৩০০×৪) + (৪০০×৫)}
= ৪.৬২৫