একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% পণ্য নষ্ট হয়ে গেল এবং ৭% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?

A ২০%

B ৩০%

C ৫০%

D ৪০%

Solution

Correct Answer: Option C

ধরি, পণ্যের ক্রয়মূল্য = ১০০ টাকা 
অবশিষ্ট পণ্য = ১০০-(১৩+৭) = ৮০ টাকা 
 
২০% লাভে বিক্রয় মূল্য = (১০০+২০) = ১২০ টাকা 
∴ লাভ করতে হবে = (১২০-৮০)= ৪০ টাকা 
৮০ টাকায় লাভ করতে হবে = ৪০ টাকা 
১ টাকায় লাভ করতে হবে = ৪০/৮০ = ১/২ টাকা
 ∴ ১০০ টাকায় লাভ করতে হবে = ১০০/২ = ৫০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions