'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?

A শৈবধর্ম

B বৌদ্ধ সহজযান

C নাথধর্ম

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

নাথ ধর্মের সাধনতত্ত্ব ও প্রাসঙ্গিক গল্প কাহিনী অবলম্বনে রচিত সাহিত্যই নাথ সাহিত্য। নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। তাঁর রচিত কাব্যগ্রন্থ গোরক্ষ বিজয়। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions