'পাখি সব করে রব , রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা -
A রামনারায়ণ তর্করত্ন
B বিহারীলাল চক্রবর্তী
C কৃষ্ণচন্দ্র মজুমদার
D মদনমোহন তর্কালঙ্কার
Solution
Correct Answer: Option D
'পাখি সব করে রব , রাতি পোহাইল' পঙক্তির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। এটি একটি শিশুতোষ কবিতা যা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।