David Copperfield is a/an ______ novel.
Solution
Correct Answer: Option A
Victorian যুগের সবচেয়ে প্রতিভাবান ও জনপ্রিয় ঔপন্যাসিক Charles Dicknes এর একটি ছোট উপন্যাস হলো 'A Christmas Carol', তাঁর রচিত কিছু বিখ্যাত উপন্যাসগুলো হলোঃ 'Great Expectations' (তার রচিত সবচাইতে জনপ্রিয় উপন্যাস), The Adventures of Oliver Twist (এটি একটি বালকের দুর্বিষহ জীবন কাহিনী), The Old Curiosity Shop, David Copperfield (এটি আত্মজীবনীমূলক; সৎ বাবার নির্মম নির্যাতনের কাহিনী), A Tale of Two Cities (এই উপন্যাসটি লেখা হয়েছে যে দুটি শহরের কাহিনী নিয়ে । সেগুলোর নাম হচ্ছে লন্ডন এবং প্যারিস; ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে লেখা )।