Solution
Correct Answer: Option B
সংশপ্তক শব্দটি মহাভারতের। এর অর্থ বোঝায় যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধ লড়ে।পালিয়ে আসে না।শহীদুল কায়সার এ ধরনের চেতনাকে ধারণ করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্ববর্তী কাল থেকে বায়ান্নর ভাষা আন্দোলনের পূর্বকাল অবধি বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিবর্তন ও রুপান্তর উপন্যাস ;সংশপ্তক' ধারণ করেছেন। তাই একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।