তিয়েন আন মেন স্কয়ার অবস্থিত-
A সাংহাইয়ে
B হংকং-এ
C বেইজিং-এ
D ক্যানটনে
Solution
Correct Answer: Option C
তিয়েন আনমেন স্কয়ার চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। এখানে ১৯৮৯ সালে গণতন্ত্রের দাবীতে চীনের ছাত্রদের ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
চীন সরকার কঠোরভাবে এই বিক্ষোভ দমন করে। এতে প্রায় সহস্রাধিক বিক্ষোভকারী নিহত হয়।