বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি?
A সিটি সেন্টার
B ইউনিক সেন্টার
C সেনা কল্যাণ ভবন
D বিআরবি কেবল টাওয়ার
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন হলো চট্টগ্রাম সিটি সেন্টার।
- এটি সিটি সেন্টার নামেও পরিচিত।
- এটি ৫১ তলা বিশিষ্ট ভবন এবং এর উচ্চতা ২০৪.২ মিটার (৬৭০ ফুট)।
- ভবনটি চট্টগ্রামের আগ্রাবাদ স্টাইল লিভিং আর্কিটেক্ট লিমিটেড দ্বারা পরিকল্পিত।