কোনটিতে ঋণাত্মক আধান থাকে?

A ইলেকট্রন

B প্রোটন

C নিউট্রন

D নিউক্লিয়াস

Solution

Correct Answer: Option A

- দুটি ভিন্ন বস্তুতে ঘর্ষণের ফলে যার উপস্থিতিতে তড়িৎ ধর্মের সৃষ্টি হয় তাকে আধান বলে।
- আধান ২ প্রকার- ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান।
- ইলেকট্রনে রয়েছে ঋণাত্মক আধান এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে।
- পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে।
- প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জবিহীন বা চার্জ নিরপেক্ষ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions