বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়?

A গ্যাস ওয়েল্ডিং

B রেজিস্ট্যান্স

C থারমিট

D সবগুলি

Solution

Correct Answer: Option B

- বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে ঐ তাপ দ্বারা দুটি ধাতব পাত্রের নির্দিষ্ট অংশকে প্রায় গলন্ত অবস্থায় চাপের সাহায্যে জোড়া দেওয়ার পদ্ধতিকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলে।
- দুটি গ্যাসের জ্বলন্ত মিশ্রণ হতে সরবরাহকৃত উত্তাপের মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয় তাকে গ্যাস ওয়েল্ডিং বলে।
- অন্যদিকে থারমিট হলো ধাতব পাউডার ও ধাতব অক্সাইডের একটি পাইরোটেকনিক সংমিশ্রণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions