'হাতে হাতে ফল পাওয়া' বাক্যাংশে 'হাতে হাতে' হলো-
Solution
Correct Answer: Option D
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
- পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
- যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরো জোরে ইত্যাদি।