লবণের মূল্য ১০% বেড়ে যাওয়ায় ৭৫০০ টাকায় পূর্বাপেক্ষা ৩০ কেজি লবণ কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে?
A ৫০০ টাকা
B ৭৫০ টাকা
C ১৫০০ টাকা
D ৮০০ টাকা
Solution
Correct Answer: Option B
লবণের মূল্য ১০০ টাকায় বৃদ্ধি পায় ১০ টাকা
লবণের মূল্য ১ টাকায় বৃদ্ধি পায় ১০/১০০ টাকা
লবণের মূল্য ৭৫০০ টাকায় বৃদ্ধি পায় (১০ × ৭৫০০)/১০০ = ৭৫০ টাকা