আরিফ বার্ষিক ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে আরিফ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশী পাবে?
Solution
Correct Answer: Option B
৬.৫% সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ = ৬.৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৬.৫/১০০ টাকা
৯০০০ টাকার ১ বছরের সুদ = (৬.৫ × ৯০০০)/১০০ = ৫৮৫ টাকা
১২% সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ = ১২ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ১২/১০০ টাকা
৯০০০ টাকার ১ বছরের সুদ = (১২ × ৯০০০)/১০০ = ১০৮০ টাকা
সুতরাং, সুদ বেশি হবে = (১০৮০ - ৫৮৫) = ৪৯৫ টাকা