১২০টি ২৫ পয়সা ও ১০ পয়সার কয়েন একসাথে ২৭ টাকা হলে, ১০ পয়সার কয়েন কতটি?
Solution
Correct Answer: Option D
মনে করি,
১০ পয়সার কয়েন = x টি
∴ ২৫ পয়সার কয়েন = (১২০ - x)
প্রশ্নমতে,
২৫(১২০ - x) + ১০ × x = ২৭ × ১০০
⇒ ৩০০০ - ২৫x + ১০x = ২৭০০
⇒ - ২৫x + ১০x = ২৭০০ - ৩০০০
⇒ - ১৫x = - ৩০০
⇒ x = ২০