Solution
Correct Answer: Option D
• বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত।
• বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর।
• বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত।
• এটি পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত।
• বর্তমানে বাংলাদেশের স্থল বন্দরের সংখ্যা ২৪ টি।
• সর্বশেষ স্থলবন্দরটি মুজিবনগর স্থল কাস্টমস ষ্টেশন, মাঝপাড়া, মেহেরপুর, ঘোষণা করা হয়-২৭ মে, ২০২১।
উল্লেখযোগ্য কয়েকটি স্থলবন্দরঃ
১। বাংলাবান্ধা স্থল বন্দর = তেঁতুলিয়া, পঞ্চগড়।
২। বেনাপোল স্থল বন্দর = শারশা, যশোর।
৩। হিলি স্থল বন্দর = হাকিমপুর, দিনাজপুর।
৪। ভোমরা স্থল বন্দর= সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
৫। সোনা মসজিদ স্থল বন্দর= শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
৬। বিবির বাজার স্থল বন্দর =কুমিল্লা সদর,কুমিল্লা।
৭। বিরল স্থল বন্দর =বিরল, দিনাজপুর।
৮। টেকনাফ স্থল বন্দর = টেকনাফ,কক্সবাজার।
৯। হালুয়াঘাট স্থল বন্দর= হালুয়াঘাট,ময়মনসিংহ।
১০। আখাউড়া স্থল বন্দর =আখাউড়া, ব্রাম্মণবাড়িয়া।
১১। বুড়িমারী স্থলবন্দর = পাতগ্রাম,লালমনিহাট।
১২। দর্শনা স্থল বন্দর= দামুরহুদা, চুয়াডাঙ্গা।
১৩।। তামাবিল স্থল বন্দর= গোয়াইংনঘাট,সিলেট।