'আলিবাবা' কোন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান?

A জাপান

B চীন

C ভারত

D বাংলাদেশ

Solution

Correct Answer: Option B

- 'আলিবাবা' একটি বহুজাতিক ই-কমার্স, পাইকারি, ইন্টারনেট, প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি যেটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি চীন দেশের একটি ব্যবসা প্রতিষ্ঠান। 
- এটি ক্রেতা-ক্রেতা,ব্যবসায়ী-ক্রেতা,ব্যবসায়ী-ব্যবসায়ী পন্য ক্রয় বিক্রয় ওয়েব পোর্টাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
- এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions