- গঙ্গা (পদ্মা) হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে।
- এরপর কিছু দুর পদ্মা নামে অতিবাহিত হয়ে চাঁদপুরে নিকট মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।