৯টি সংখ্যার গড় ৩০। এদের মধ্যে প্রথম ৫টির সংখ্যার গড় ২৫ এবং শেষের ৩টি সংখ্যার গড় ৩৫ হলে ৬ষ্ঠ সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
৯টি সংখ্যার সমষ্টি = ৯ x ৩০ = ২৭০
১ম ৫টি সংখ্যার সমষ্টি = ৫ x ২৫ = ১২৫
শেষ ৩টি সংখ্যার সমষ্টি = ৩ x ৩৫ = ১০৫
∴ (১ম ৫টি + শেষ ৩টি) ৮টি সংখ্যার সমষ্টি = ২৩০
∴ ৬ষ্ঠ সংখ্যাটি (২৭০ - ২৩০)= ৪০