'কী' বিশেষণ হিসেবে কোন বাক্যে ব্যবহৃত হয়েছে?

A এই যে আসুন, তারপর কী খবর?

B খবর কী, কেমন আছেন?

C নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল।

D কী সহজেই বলা হয়ে গেল।

Solution

Correct Answer: Option C

- ‘নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল।' এই বাক্যে ‘কী’ বিশেষণ হিসবে ব্যবহৃত হয়েছে। কারণ, ‘কী’ - নিস্পৃহ (অর্থ: বাসনাহীন, অনাসাক্ত) কে বিশেষায়িত করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions