∠ A & ∠ B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে, ∠ A এর মান কত?
Solution
Correct Answer: Option C
আমরা জানি ,দুটি কোণের সমষ্টি 90⁰ হলে কোণ দুটিকে পরস্পরের পুরক কোণ বলা হয় ।যেহেতু ∠A ও ∠B পরস্পর পুরক কোণ এবং তাদের অনুপাত =3:2
ধরি ,
∠A =3x
∠B=2x
অতএব,3x+2x=90⁰
বা,5x=90⁰
বা,x=90⁰/5
অতএব ,
x=18⁰
অতএব, ∠A =3x=3×18⁰=54⁰